সাফ অনূর্ধ্ব-১৮ : ভারতের সঙ্গে ড্র করে সেমি-ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠতে ড্রই যথেষ্ট ছিল বাংলাদেশের জন্য। ভারতের সঙ্গে ড্র করে সমীকরণ মিলিয়ে নিয়েছে পিটার টার্নারের দল।

নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে সোমবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে আসা বাংলাদেশ দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে সবার আগে সেরা চারে উঠল।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করা ভারতকে জমাট রক্ষণ দিয়ে আটকে রাখে টার্নারের শিষ্যরা। প্রতিআক্রমণ নির্ভর খেলা বাংলাদেশ ৩৪তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল। কিন্তু বাঁ দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো ক্রসে টোকা দেওয়ার কাজটুকু করতে পারেননি মারাজ হোসেন।

৬৯তম মিনিটে রাহাদ মিয়ার লম্বা থ্রো ইনে ডি-বক্সের মধ্যে থেকে আমির হোসেন বাপ্পীর হেড দারুণ ক্ষিপ্রতায় ফেরান ভারত গোলরক্ষক।

সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতার দুই দলের আগের দুই দেখায় ২০১৫ সালে সেমি-ফাইনালে টাইব্রেকারে জিতেছিল ভারত। ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ছিল বাংলাদেশ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে