প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা।
এছাড়া বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে এ তাদের নিয়োগের কথা জানানো হয়।
নতুন পদায়নের আগে এই দুজনকে অতিরিক্ত সচিব থেকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা রৌনক জাহান ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা জ্যোতির্ময় দত্ত অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
আলাদা প্রজ্ঞাপনে তাদের দুজনকেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।