বৃষ্টির কারণে টস হতে দেরি

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ টি-২০ ফরম্যাটে এর আগে দুটি ফাইনাল হেরেছে। এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফিতে ভারতের কাছে হারে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুরে তাই প্রথম টি-২০ শিরোপা জয়ের হাতছানি টাইগারদের সামনে। তবে তাতে বাধ সেধেছে বৃষ্টি। কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও আবার শুরু হয়েছে। টসে হতে তাই দেরি হচ্ছে।

সাকিবের নেতৃত্বে পেসার ছাড়াই আফগানদের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে টি-২০ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চার পেসার নিয়ে খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। উইকেটে ঘাস আছে। মিরপুরে দুপুরের পরে বিকেলেও হয়েছে বৃষ্টি। উইকেট থেকে স্পিনাররা তাই সুবিধা পাবেন কম।

universel cardiac hospital

বাংলাদেশ দলে লেগ স্পিনার আমিনুল ইসলামের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ওদিকে নাজমুল হোসাইন শান্তরও ওপর ফাইনালেও আস্থা রাখতে চান বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। তবে আকাশের মতো মেঘ জমে আছে রশিদ খানের ফিটনেসের ওপর। বৃষ্টি পড়া মাঠে রশিদ খান খেললে বড় ইনজুরির ঝুঁকিতে পড়ে যেতে পারেন তিনি।

গ্রুপ পর্বের ম্যাচের মতো ফাইনালেও নেই কোন রিজার্ভ ডে। বৃষ্টির কারণে তাই ম্যাচ না হলে ফাইনালে বাংলাদেশ-আফগানিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তাতে ফাইনাল দেখতে আসা মিরপুরের উপচে পড়া দর্শকদের আক্ষেপ বাড়বে। মিরপুরে দারুণ এক ফাইনাল দেখার অপেক্ষায় আছেন ভক্তরা। টাইগার ভক্তরা অপেক্ষায় আছেন প্রথম টি-২০ শিরোপা জেতার।

বাংলাদেশের সম্ভব্য একাদশ: লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, সাইফউদ্দিন, শফিউল ইসলাম মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

আফগানিস্তানের সম্ভব্য একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, আসগর আফগান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শফিকুল্লাহ শফিক, গুলবাদিন নাঈব, রশিদ খান, করিম জানাত, নবিন উল হক, মুজিব উর রহমান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে