সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ : সেমিফাইনালে ভুটানকে পেলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনর্ধ্ব-১৮ ফুটবলে বাংলাদেশ দল
ফাইল ছবি

সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে পেয়েছে বাংলাদেশ। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় নেপালের কাঠমান্ডুতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ভুটান। বিকেলে ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে মালদ্বীপের বিরুদ্ধে।

আজ বুধবার অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভারত ৩-০ গোলে শ্রীলংকাকে হারালে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট, হেড টু হেড এবং গোলগড় সবই সমান হয়ে যায়।

universel cardiac hospital

পরে ম্যাচ কমিশনার লটারির মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ করে। লটারিতে ভারত হয় গ্রুপ চ্যাম্পিয়ন, বাংলাদেশ রানার্সআপ।

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভুটান এবং রানার্সআপ মালদ্বীপ। টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক নেপাল এবার বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই।

‘এ’ গ্রুপে থাকা নেপাল প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে মালদ্বীপের সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হারে ভুটানের কাছে।

২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই টুর্নামেন্ট। এবার নেপাল বাদ পড়ায় নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে