পাকিস্তানি তারকা কোয়ান্দিলকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাখ্যাতি পাওয়া পাকিস্তানের তরুণী কোয়ান্দিল বালোচকে হত্যার দায়ে তার ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শুক্রবার দেশটির একটি আদালতে তিন বছর আগের এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

universel cardiac hospital

২৬ বছর বয়সী বালোচকে ২০১৬ সালে শ্বাসরোধে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর বালোচের ভাই দণ্ডপ্রাপ্ত ওয়াসেম তখন বলেছিলেন, পরিবারের জন্য লজ্জা বয়ে এনেছে তার বোন। বালোচ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি পোস্ট করতেন তা নিয়ে হতাশ ছিলেন তিনি।

শুক্রবার আদালত বালোচের ভাইকে এ হত্যাকাণ্ডে দায়ী করার পাশাপাশি ধর্মীয় গুরু মুফতি আব্দুল কাভিসহ ছয়জনকে খালাস দিয়েছে।

বালোচকে হত্যার পর তার পরিবারের পক্ষ থেকে মুফতি কাভিকে অভিযুক্ত করা হচ্ছিল। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বালোচের সেলফি নিয়ে সমালোচনা করেছিলেন তিনি।

আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন ওয়াসেম। তার আইনজীবী সরদার মেহমুদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, আশা করি উচ্চ আদালতে আপিলে খালাস পাবেন ওয়াসেম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে