ভারতের উত্তর প্রদেশ রাজ্যে টানা ভারী বৃষ্টিতে বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানান ত্রাণ কমিশনের কর্মকর্তারা।
এনডিটিভি জানায়, আবহাওয়া অধিদপ্তরের শনিবারের পূর্বাভাসে রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত কথা জানানো হয়েছে।
বৃষ্টির কারণে বেশির ভাগ জেলায় শনিবার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
শুক্রবার সকালে রিলিফ কমিশনের এক কর্মকর্তা জানান, বাড়ি ও দেয়াল ধস, সাপের কামড়, পানিতে ডুবে এবং বজ্রপাতে রাজ্যের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর এসেছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জরুরি ত্রাণ ও উদ্ধার অভিযানসহ সব ধরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
এনডিটিভি জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় লক্ষ্ণৌতে ৭৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরে বৃষ্টি কিছুটা কমে এলেও বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে গিয়ে সাময়িক বন্যা দেখা দিয়েছে; কোথাও কোথাও গাছগাছালি উপড়ে গেছে।