উত্তরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

মহানগর প্রতিবেদক

উত্তরায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি : সংগৃহিত

মোড়কজাত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ এবং মূল্য না থাকাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ৯ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর বিমানবন্দর ও উত্তরা এলাকা অভিযান চালিয়ে এসব জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

universel cardiac hospital

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আরেফিন। সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১) সদস্যরা।

সহকারী পরিচালক মাসুম আরেফিন গণমাধ্যমকে বলেন, আজ উত্তরা এলাকায় অভিযান করা হয়। বাজার তদারকিকালে মোড়কজাত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ এবং মূল্য না থাকায় থ্রি-এস সুপার স্টোরকে ১৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ফায়ার অন আইচকে ২০ হাজার টাকা, রোজেলা রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, গ্রিন ফোর্ক রেস্টুরেন্টকে ১০ হাজার টাকাহ ৯টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে