প্রায় ১০ বছর অপেক্ষার পর করাচিতে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ দেখার অপেক্ষায় ছিল পাকিস্তানি ভক্তরা। কিন্তু টানা বৃষ্টির কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির পেটে গেছে। শুক্রবার প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর খারাপ আবহাওয়ার জন্য দ্বিতীয় ম্যাচটি একদিন পেছানো হয়েছে।
রোববার হওয়ার কথা ছিল পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে। তবে ভারী বৃষ্টির আশঙ্কায় তা পেছালো একদিন। পরদিন সোমবার হবে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। তবে তারিখ পেছালেও ভেন্যু একই থাকবে।
সাধারণত খারাপ আহাওয়ার জন্য করাচিত খেলা পরিত্যক্ত হওয়ার নজির খুব কম। তবে এবার তিন ম্যাচ সিরিজের প্রথমটি পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ পিছাতে বাধ্য হয়েছে আয়োজকরা।
তারিখ পেছানোর ব্যাপারটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে পরামর্শ করে।
এক বিবৃতিতে পিসিবি জানায়, করাচি জাতীয় স্টেডিয়ামে পরের সপ্তাহের ম্যাচের জন্য গ্রাউন্ড স্টাফদের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠ খেলার উপযোগী করার জন্য গ্রাউন্ড স্টাফদের পুরো দুই দিন সময় প্রয়োজন।