১ দিনের ব্যবধানে ঢাকায় বেড়েছে ডেঙ্গু রোগী, কমেছে সারাদেশে

মত ও পথ প্রতিবেদক

এডিস মশা
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনের ব্যবধানে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬০ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১০২ জন। আর সারাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৮ জন। শুক্রবার এ সংখ্যা ছিল ৩৬০ জন। এর মধ্যে ঢাকায় ৮২ এবং ঢাকার বাইরে ২৭৮ জন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ২০৮ জন। এর মধ্যে ঢাকার ৪০  ও ঢাকার বাইরের ১৬৮ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম থেকে জানা যায়, সারাদেশের হাসপাতালে বর্তমানে এক হাজার ৭০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে রয়েছেন ৬২৯ জন। আর ঢাকা বিভাগসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮০ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৩১ রোগী মারা গেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর ডেথ রিভিউ কমিটির কাছে। এর মধ্যে ৮১ জন্য ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে