এবার সনির ফোনে দেখা মিলবে স্ন্যাপড্রাগন ৮৬৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

সনির ফোনে এবার দেখা মিলবে ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫ এর। স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাসের পরবর্তী সংস্করণ হবে স্ন্যাপড্রাগন ৮৬৫।

জাপানিজ কোম্পানিটির ফার্মওয়্যার ডিস্ট্রিবিউশন সার্ভারে এ তথ্য জানা যায়। সেখানে দেখা যায় প্রসেসরটির কোডনেম এসএম৮৫০। প্রসেসরটি দুটি সংস্করণে আসবে। একটিতে থাকবে ফোরজি মডেম অন্যটিতে থাকবে ফাইভজি মডেম। এর আগে হুয়াওয়ের কিরিন ৯৯০ প্রসেসরটিও এই দুই সংস্করণে আসে।

ফ্ল্যাগশিপ প্রসেসরটির উন্মোচন হতে পারে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।

সনি এক্সপেরিয়া ৬ এ প্রসেসরটির দেখা মিলতে পারে। ফোনটির পূর্বসূরী এক্সপেরিয়া ৫ এ আছে ৬ দশমিক ১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে।

৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজে সংস্করণে পাওয়া যাবে এটি। চাইলে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটির পেছনে আছে ১২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরা। সামনে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারির শক্তি ৩১৪০ এমএএইচ। নীল, লাল, কালো ও ছাই রঙে বাজারে এসেছে ফোনটি। ৮০০ ডলারের ফোনটি পাওয়া যাবে নভেম্বর থেকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে