কিউইদের উড়িয়ে সিরিজ শুরু টাইগার যুবাদের

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে ৬ উইকেটে জিতল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ রোববার লিঙ্কনে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হয় সফরকারীরা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিংতোপে মাত্র ১৭৬ রানেই অলআউট হয় কিউইরা। জবাবে অধিনায়ক আকবর আলীর অপরাজিত ৬৫ রানে ৩৮.৪ ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।

এদিন টসে জিতে আগে বোলিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন শরিফুল। ইনিংসের প্রথম ওভারেই কিউই ওপেনার মারিওকে ফেরত পাঠিয়ে দেন তিনি। অবশ্য দ্রুত প্রথম উইকেটের পতন ঘটলেও ভালো জুটি গড়েন জোহরাব ও আনসেল। দলীয় ৪৭ রানে পড়ে দ্বিতীয় উইকেট। এরপরে ৫৩ রানের মধ্যেই আরো ২ উইকেট পড়লে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

universel cardiac hospital

পরবর্তীতে টাইগার বোলারদের ধারাবাহিক ব্রেক থ্রুতে ৪৮ ওভারেই ১৭৬ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। কারণ দলীয় ১১ রানেই ওপনার ইমন আউট হয়ে যান। এরপরে ছোট ছোট জুটিতে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তানজিদ-হৃদয়রা। ৯৯ রানে ৪ উইকেটের পর ব্যাটিংয়ে এসে দারুণ জুটি গড়েন অধিনায়ক আকবর আলী ও শাহাদত হোসেন।

৫১ বলে নিজের অর্ধশতক পূরণ করেন আকবর আলী। শেষ পর্যন্ত ৫৯ বলে ১১ চারে ৬৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। অপরদিকে শাহাদাত ২৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে শরিফুল ও মৃতঞ্জয় ৩, শামিম ২ উইকেট নেন। এছাড়া সাকি ও রাকিব ১টি করে উইকেট নেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে