কক্সবাজারের টেকনাফে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- হেলাল উদ্দিন (২১) ও মোহাম্মদ আমীন (৩৭)।
৩০ সেপ্টেম্বর (সোমবার) রাতে টেকনাফের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত হেলাল ও আমীন মাদক ব্যবসায়ী। আমীনের বাড়ি উপজেলার উত্তর শিলখালী গ্রামে এবং হেলাল উদ্দিন মৌলভীপাড়ার বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মাদক ব্যবসায়ী আমীন ও হেলালকে সোমবার দিনে গ্রেফতার করা হয়। পরে দুজনের স্বীকারোক্তি অনুযায়ী তাদের নিয়ে রাতে টেকনাফের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল।
আমীন ও হেলালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে তাদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এ সময় অন্য হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবদ্ধ অবস্থায় আমীন ও হেলালকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখানে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
- আরও পড়ুন >> ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ভারতে নিহত ১৩৪
ঘটনাস্থল থেকে দুটি এলজি, সাত রাউন্ড শটগানের তাজা কার্তুজ এবং পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।