জোড়া গোল করে প্রথমার্ধে ক্লাব ব্রুজকে ২-০ গোলে এগিয়ে নেন ইমানুয়েল ভেনচুরা ডেনিস। কোণঠাসা হয়ে পড়া দলকে ম্যাচে ফেরান সের্হিও রামোস। শেষ দিকে কাসেমিরোর হেডে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে ইউরোপের সফলতম দলটি।
৩৯ মিনিটের মধ্যে ২টি গোল করেন ইমানুয়েল ভেনচুরা ডেনিস। ৫৫ মিনিটে রামোস একটি গোল শোধ করেন। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান কাসেমিরো। ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ ও ব্রাগে।
রিয়াল মাদ্রিদের গোল মিসের মহড়া দেখা গেছে। এই ম্যাচটিতে হারতেই বসেছিল তারা। ডেনিস হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেছেন। কুর্তোয়ার ভুলগুলো শিশুসুলভ (প্রথম গোলটি ব্রাগের)।
পরে অবশ্য চোট নিয়ে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কুর্তোয়া উঠে যান। ডেনিস রিয়ালের বদলি গোলরক্ষক আরেওলাকে একা পেয়েছিলেন। তবে গোল করতে সক্ষম হননি। অবশেষে কাসেমিরো দারুণ হেডে গোল করে রিয়াল মাদ্রিদকে বাঁচান।
রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে হেরেছে। আর পরের ম্যাচে ব্রাগের সঙ্গে ড্র করতে হলো।