ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় বেন স্টোকস

ক্রীড়া প্রতিবেদক

বেন স্টোকস
বেন স্টোকস। ফাইল ছবি

প্রথমবার ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে দারুণ নৈপুণ্য দেখানো এবং এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে নায়কোচিত পারফরম্যান্সের পুনরাবৃত্তির পুরস্কার হিসেবে ‘প্রফেশনাল ক্রিকেটার্স এসোসিয়েশন প্লেয়ার্সের (পিসিএ)’ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন অলরাউন্ডার বেন স্টোকস।

পিসিএ’র বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কাউন্টি দল সমারসেটের টম ব্যান্টন। সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড বোলার সোফি একলেস্টোন।

universel cardiac hospital

ইংলিশ ক্রিকেট মৌসুমে ক্টোকসের উল্লেখযোগ্য পারফরম্যান্সের মধ্যে ছিল বিশ্বকাপ ফাইনালে তার অপরাজিত ৮৪ এবং অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলিতে তৃতীয় টেস্টে অপরাজিত ১৩৫ রানের ইনিংস দুটি।

২-২ সমতায় শেষ হওয়া অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন অলাউন্ডা ২৮ বছর বয়সী স্টোকস।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে