যুবলীগ চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

বিশেষ প্রতিবেদক

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। ফাইল ছবি

প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযানের ঢামাডোলের মধ্যে এবার যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। পাঁচ কার্যদিবসের মধ্যে তার নামে থাকা সব হিসাবের লেনদেনের তথ্য, বিবরণী ইত্যাদি পাঠাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট আজ বৃহস্পতিবার এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

universel cardiac hospital

এতে বলা হয়েছে, ওমর ফারুক চৌধুরীর নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাবের লেনদেন, বিবরণীর তথ্য পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

এর আগে যুবলীগের কয়েকজন নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। অনেকের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়।

অবৈধ ক্যাসিনো পরিচালনা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে ইতিমধ্যে যুবলীগের একাধিক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অনেক নেতার বিদেশযাত্রার ঠেকাতে বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্ক করা হয়েছে।

সম্প্রতি ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবের পরিচালক ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদকে ক্যাসিনো চালানোর অপরাধে গ্রেপ্তারের পর ক্ষোভ প্রকাশ করেছিলেন যুবলীগের সভাপতি ওমর ফারুক। তিনি একে ষড়যন্ত্র বলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অভিযোগ করেন।

পরে তিনি দাবি করেন, ক্যাসিনোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে দুর্নীতিবিরোধী অভিযান চলছে। তিনি বলেছেন, এই অভিযানে পরিবার কিংবা দল দেখা হবে না, যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাকেই ধরা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে