চামড়া শিল্পের উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়নে টাস্কফোর্স

মত ও পথ রিপোর্ট

চামড়া
চামড়া। ফাইল ছবি

সরকার চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ দিতে ও কর্মপরিকল্পনা প্রণয়নের একটি টাস্কফোর্স গঠন করেছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন টাস্কফোর্স’ গঠন করে আদেশ জারি করা হয়েছে।

২৯ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক শিল্পমন্ত্রী। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের অতিরিক্ত সচিব টাস্কফোর্সে সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

universel cardiac hospital

টাস্কফোর্স দেশের চামড়া শিল্পের সামগ্রিক অবস্থা পর্যালোচনা ও চামড়া শিল্পের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা উত্তরণের উপায় নির্ধারণ করবে। চামড়া শিল্পের উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও রফতানি বৃদ্ধির জন্য সুপারিশ প্রণয়ন করবে।

দেশের পরিবেশ আইন/বিধিমালা অনুসরণ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কমপ্লায়েন্স অর্জনের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন বাজার অনুসন্ধান, বিদ্যমান বাজারকে শক্তিশালীকরণ, নতুন নতুন উদ্ভাবন, ব্যবসায়িক উদ্যোগ ও উত্তম অনুশীলন গ্রহণ করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের কাজও করবে টাস্কফোর্স।

টাস্কফোর্স প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করতে পারবে ও সাব-কমিটি গঠন করে তাদের মতামত নিতে পারবে। টাস্কফোর্স বছরে কমপক্ষে চারটি সভা করবে। শিল্প মন্ত্রণালয় এ টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা দেবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে