টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে কোনো টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে এর সঙ্গে আরেকটি বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় এ ব্যাটিং জিনিয়িাস।
বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ রানে আউট হয়েছিলেন রোহিত। শনিবার চতুর্থ দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় এ ওপেনার। দ্বিতীয় ইনিংসে ডানহাতি এ ব্যাটসম্যান আউট হয়েছেন ১২৭ রান করে। ১৪৯ বলে ১০ চার ও ৭ ছক্কায় এ ইনিংস খেলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ৭ ছক্কার সঙ্গে প্রথমটিতে রোহিতের ছক্কা ছিল ৬টি। দুই ইনিংসে মোট ১৩ ছক্কার মধ্য দিয়ে ওয়াসিম আকরামের এক টেস্টে সর্বোচ্চ ১২ ছক্কার রেকর্ড ভেঙেছেন রোহিত।
১৯৯৬ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ ১২টি ছক্কা মেরেছিলেন ওয়াসিম আকরাম। ২৩ বছর পর এবার পাকিস্তানি কিংবদন্তি ওই ক্রিকেটারের রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত ।
দুই ইনিংস মিলিয়ে ভারতের ব্যাটসম্যানরা ছক্কা হাঁকিয়েছেন মোট ২৭টি। যা কোনো টেস্টে কোনো দলের সর্বোচ্চ। ২০১৪ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ২২ ছক্কা ছিল আগের রেকর্ড।