নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ করলেন রিটা রহমান

রিটা রহমান
রিটা রহমান। ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে নির্বাচন সংশ্লিষ্টরা পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান।

শনিবার সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর রংপুর নগরের বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই অভিযোগ করেন তিনি।

মাঠ সুষ্ঠু নয় এমন অভিযোগ করে রিটা বলেন, ‘আমরা বারবার অনুরোধ করেছিলাম যে ভোটের মাঠ সুষ্ঠু রাখেন। নিরপেক্ষ আচরণ করেন। কিন্তু তারা ‘পক্ষপাতিত্ব’ করছেন। ভোটের মাঠ সবার জন্য সমান করতে নির্বাচন কমিশন ব্যর্থ।’

তিনি বলেন, গতকাল রাতে বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে প্রশাসন। ভোটের বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে গেছে। এ বিষয়ে রাতে মোবাইলে ও সকালে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভোটার উপস্থিতি নিয়ে এ প্রার্থী বলেন, নির্বাচন ও ইভিএম নিয়ে মানুষ আশাহত। তাই এই নির্বাচনে জনসম্পৃক্ততা নেই। পরিবেশ সুষ্ঠু না হওয়ায় মানুষ ভোট দিতে আসছে না বলে অভিযোগ করেন তিনি।

রিটা রহমানের সঙ্গে ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ।

এর আগে সকাল নয়টায় এরশাদের আসনে শূন্য হওয়া আসনটিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে