শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৯.১ ওভারে ৮২। ব্যাট করছেন ধানুস্কা গুনাথিলাকা ৫৫ (৩৫) ও আভিস্কা ফার্নান্দো ১৬ (২০)।
আজ শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
পাকিস্তান সফরে সেরা ১০জন ক্রিকেটার না আসায় বাধ্য হয়ে দ্বিতীয় সারির দল নিয়েই খেলতে হচ্ছে শ্রীলংকাকে। পাকিস্তানের অপরিচিত মাঠে ওয়ানডে সিরিজে প্রত্যাশার চেয়েও ভালো খেলছে তারুণ্য নির্ভর লংকান দলটি।
ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় শ্রীলংকা টি-টোয়েন্টিতে জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে।
অন্যদিকে সবশেষ ১৩টি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে ১১টিতে জয় পায় পাকিস্তান।আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ২৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর।
পাকিস্তান দল
আহমেদ শেহজাদ, বাবর আজম, উমর আকমল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ আমির ও মোহাম্মদ হাসনাইন।
শ্রীলংকা দল
ধানুস্কা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্দো, শিহান জয়সুরিয়া, ভেনুকা রাজাপাকশে, মিনদো ভানুকা, দাসুন শানাকা (অধিনায়ক), লাকসান সান্দাকান, ইসুর উদানা, ওয়ানিন্দু হাসরঙ্গা, কাসুন রাজিথা ও নুয়ান প্রদীপ।