ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে এরইমধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে তাকে কারাগারে নেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ধারা ৩৪ (খ) এর আওতায় সম্রাটকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের হবে।
- বন্যপ্রাণী আইনে সম্রাটের ৬ মাসের কারাদণ্ড, মামলা হচ্ছে আরও
- বিক্ষোভের মুখে ইরাক সরকারের সংস্কারের ঘোষণা
এর আগে সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা, ১৫ বোতল বিদেশি মদ, কয়েকটি ইলেক্ট্রিক টর্চার মেশিন, চাইনিজ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করে র্যাব।