ব্যাপক বিক্ষোভের মুখে আজ রোববার ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দেল মাহদির সরকার একাধিক সংস্কারের ঘোষণা দিয়েছে।
রোববার মন্ত্রিসভা ভূমি বন্টনব্যবস্থা, সামরিক তালিকাভুক্তি, দরিদ্র পরিবারগুলোর জন্য কল্যাণমূলক ভাতার হার বৃদ্ধিসহ ১২টির বেশি খাতে সংস্কারের ঘোষণা দিয়েছে। বেকারদের কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে বিশাল একটি মার্কেট নির্মাণ করা হবে। এছাড়া কর্মহীনদের ভাতা বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে।
বেকারত্বের হার বৃদ্ধি, নিম্মমানের সরকারি সেবা ও অব্যাহত দুর্নীতির প্রতিবাদে গত মঙ্গলবার থেকে ইরাকে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার কারফিউ জারি করেছিল সরকার।
- বন্যপ্রাণী আইনে সম্রাটের ৬ মাসের কারাদণ্ড, মামলা হচ্ছে আরও
- সরকার ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত টিউশন ফি দেবে
তবে সেই কারফিউ উপেক্ষা করে শুক্রবার সকালে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে এ পর্যন্ত ৯৯ জন নিহত এবং চার হাজার জন আহত হয়েছে বলে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে নিহতদের ‘শহীদ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এছাড়া নিহতদের পরিবারের সদস্যদের বিশেষ সুবিধা প্রদানের ঘোষণাও দেওয়া হয়েছে।