ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে যুবকদের আটক করে পাঠানো হচ্ছে অন্য রাজ্যের কারাগারে। সঙ্গে জুড়ে দেয়া হচ্ছে ‘বিচ্ছিন্নতাবাদী’ তকমা। ৫ আগস্টের পর থেকে এভাবে হাজার হাজার কাশ্মীরিকে ধরে বন্দি করা হয়েছে। খবর রয়টার্সের।
১৯ বছরের ওজাইর মাকবুল মালিক পেশায় নির্মাণ শ্রমিক এবং নাজির আহমেদ রঙ্গা শ্রীনগরের প্রখ্যাত এক আইনজীবী।
দুজনকেই আটক করে ভারতীয় সেনাবহরে হামলার অভিযোগ এনে বিচ্ছিন্নতাবাদীর তকমা লাগিয়ে কারাগারে পাঠানো হয়।
এভাবে বিনা অপরাধে গত দুই মাস ধরে কাশ্মীরি যুবকদের আটক করে দূরের রাজ্যগুলোতে পাঠানো হচ্ছে।
এদের মধ্যে ৩০০ জনকে ধরা হয়েছে জননিরাপত্তা আইনে। এ আইনে একজনকে আদালতের অনুমতি ছাড়াই দুই বছর আটক রাখার বিধান আছে।
সরকার বলছে, আটকদের বেশিরভাগই উত্তরপ্রদেশ রাজ্যের কারাগারে রাখা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের হাইকোর্টের রেজিস্ট্রার সঞ্জয় ধর বলেন, কেবল দুই বিচারপতির বেঞ্চেই জননিরাপত্তা আটক তিন শতাধিক কাশ্মীরির মামলা আটকে আছে।