চলমান পরিস্থিতি পর্যালোচনায় ২০ দলের জরুরি বৈঠক বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট

২০ দলীয় জোট
২০ দলীয় জোট। ফাইল ছবি

চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

universel cardiac hospital

জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর করে এসেছেন। প্রধানমন্ত্রী ভারত সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে কোনো সুখবর দিতে পারেননি। ভারতের নাগরিক পঞ্জি নিয়ে দেশের মানুষের উদ্বেগ দূর করতে পারেননি। উল্টো ফেনী নদী থেকে ভারত পানি নিতে পারবে সেই চুক্তি করে এসেছেন।

এছাড়া বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ ছাত্রলীগের ক্যাডারদের নির্মম নির্যাতনে মারা গেছেন। সার্বিক বিষয়ে দেশের মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে। মানুষ নিরাপত্তার অভাববোধ হচ্ছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সার্বিক বিষয়ে আমরা পর্যালোচনা করতে বৈঠকে বসবো। পাশাপাশি আমাদের জোটের কর্মসূচি নিয়েও আলোচনা করব।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে