সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে বাংলাদেশ
ছবি : সংগৃহিত

বাংলাদেশের কিশোরীরা টানা তৃতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। আজ শুক্রবার ভুটানের থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে এবারের আসরের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। শেষ ম্যাচে রোববার বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা।

শুক্রবার নেপালের বিপক্ষে লিড নিতে বেশি সময় নেয়নি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১২ মিনিটে শাহেদা আক্তার রিপা গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। এ সময় মাঝমাঠে বল পান তিনি। তার সামনে ছিল চারজন রক্ষণভাগের খেলোয়াড়। তার মধ্যে তিনজন তাকে রোখার চেষ্টা করেছিল। কিন্তু তাদের ফাঁকি দিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে ডান পায়ের শটে বল জালে পাঠান।

universel cardiac hospital

২৬ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়র পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এই ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ অবশ্য আর কোনো গোল পায়নি। তবে ৬৪ মিনিটে নেপালের কারকি একটি গোল শোধ দেন। তবে সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এবারের সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে লিগ পদ্ধতিতে। যেখানে অংশ নিয়েছে স্বাগতিক ভুটান, নেপাল, ভারত ও বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারায় স্বাগতিক ভুটানকে।

আজ নেপালকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তৃতীয়বারের মতো ফাইনালে নাম লেখালো। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের কিশোরীরা।

এরপর ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত দ্বিতীয় আসরের ফাইনালে ভারতের কাছে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের কিশোরীদের। এবার আরো একবার ফাইনালে উঠলো।

দিনের অপর ম্যাচে ভুটানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতও। ১৫ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে