জাপানে আঘাত হেনেছে শক্তিশালী তাইফুন হাজিবিস

আন্তর্জাতিক ডেস্ক

জাপান
ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ঘর-বাড়ি। ছবি: রয়টার্স

জাপানে শক্তিশালী তাইফুন হাজিবিসের প্রভাবে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হচ্ছে।

১৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া প্রচণ্ড বাতাসে গাড়ি উল্টে একজন নিহত হয়েছেন। খবর বিবিসির।

universel cardiac hospital

আবহাওয়াবীদরা বলছেন, বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এ তাইফুন।

টানা বর্ষণে ভূমিধসের আশংকা করা হচ্ছে। অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

শুক্রবার গভীর রাত থেকে তাইফুন হাজিবিসের তাণ্ডব শুরুর পর থেকে এখন পর্যন্ত টোকিওর বহু বাড়িতেই বিদ্যুৎ নেই।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অধিকাংশ দোকানপাট, যানবাহন ও কলকারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

তাইফুনের কারণে জাপানে অনুষ্ঠিতব্য বাগবি ওয়ার্ল্ডকাপ ও ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স বাধাগ্রস্থ হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

টোকিওর পূর্বঞ্চলীয় শহর চিবায় তাইফুনটি সবচেয়ে বেশি ধ্বংসলীলা চালিয়েছে। সেখানকার ঝড়ের তাণ্ডবে গাড়ি উল্টে একজন নিহত, বহু বাড়িঘর ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে