সিরিয়ার সীমান্তবর্তী বন্দিশিবির থেকে পালাচ্ছে আইএস পরিবারগুলো

আন্তর্জাতিক ডেস্ক

পালাচ্ছে আইএস পরিবারগুলো
ছবি : ইন্টারনেট

কুর্দি মিলিশিয়াদের সঙ্গে তুরস্কের সেনাবাহিনীর তীব্র লড়াইয়ের ফাঁকে সিরিয়ার সীমান্তবর্তী শহরের বন্দিশিবির থেকে পালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) নিহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা। কুর্দি কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইতোমধ্যে বন্দিশিবির থেকে আইএস পরিবারগুলোর ১০০ সদস্য পালিয়েছে।

universel cardiac hospital

উত্তর ও দক্ষিণ সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন প্রশাসন বলেছে, রাকার উত্তরে আইন ইসা শিবিরে গোলাবর্ষণের মানে হচ্ছে দায়েশ (আইএস) সংগঠনটিকে পুনর্জীবন দেওয়া।

গত মঙ্গলবার থেকে সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্তে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। কুর্দি ও তুর্কি বাহিনীর মধ্যে এ যাবৎকালের সবচেয়ে রক্তক্ষয়ী লড়াই বলা হচ্ছে একে।

শনিবার পর্যন্ত লড়াইয়ে শতাধিক কুর্দি সেনা নিহত হয়েছে, বাস্তুচ্যুত লক্ষাধিক কুর্দি পরিবার। কুর্দি মিলিশিয়াদের পক্ষ থেকে হুঁশিয়ারিতে বলা হয়েছে, এ লড়াইয়ের সুযোগে মধ্যপ্রাচ্যে আইএস বন্দিরা মুক্তি পেয়ে আবারও অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে