প্রেমিকের সঙ্গে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশার অন্তরঙ্গ ছবি প্রকাশ্যে এসেছে। আর কেউ নয় নিজেই ইনস্টাগ্রামে সেই ছবি প্রকাশ করেছেন পিয়া। ছবিতে দেখা যাচ্ছে তারা উভয়কে জড়িয়ে রেখেছেন।
তবে এখনো প্রেমিকের নাম-পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী। ছবিতেও প্রেমিকের মুখ দেখা যাচ্ছে না। ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন, ‘তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবে না। আমার হায়াতি। আলহামদুলিল্লাহ।’ এরই মধ্যে ৩৪ হাজারের বেশি লাইক পড়েছে ছবিটিতে।
সম্প্রতি এ বিদেশি প্রেমিকের সঙ্গে বাগদানও সেরেছেন পিয়া বিপাশা। চলতি বছরের ২১ জুলাই বাংলাদেশে তাদের আংটি বদল হয়েছে। শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ছেলের প্রসঙ্গে পিয়া বিপাশা জানান, পরিবারের পছন্দেই বিয়ে করছেন তিনি। তার হবু বর বাংলাদেশের নাগরিক নন, তিনি ইউরোপের নাগরিক। আর্মিতে চাকরি করেন।
এর আগেও পিয়া বিপাশা বিয়ে করেছিলেন। তবে সে সংসার টেকেনি। তার একমাত্র মেয়ে সোহা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) গ্রেড টুতে পড়ে। এবার বিয়ে করে দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছে প্রকাশ করেছেন পিয়া।

p.bipasha
Verified•Follow

41,155 likes
- p.bipashaVerifiedI’m never gonna stop falling in love with you.my hayati ?❤️Alhamdulilah❤️
Pc: soha ❤️18h