‘প্রধানমন্ত্রীর পদত্যাগের পরই আমরা আলোচনায় বসতে পারি’

জমিয়তের স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি।
জমিয়তের স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি। ছবি: জিয়ো নিউজ

প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

সরকার পতনের দাবিতে আন্দোলনরত জমিয়তের সঙ্গে আলোচনার জন্য কমিটি গঠনের নির্দেশের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। খবর ডন ও জিয়ো নিউজের।

universel cardiac hospital

ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাওলানা ফজলুর রহমান বলেন, আলোচনার জন্য সরকার কমিটি গঠন করুক বা না করুক সেটি আমাদের বিবেচ্য নয়। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরই আমরা আলোচনায় বসতে পারি।

বুধবার ইমরান খানের সভাপতিত্বে ক্ষমতাসীন তেহরিকে ইনসাফের দলীয় বৈঠকে ২৭ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে আজাদী মার্চের বিষয়ে আজকের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়।

এসময় প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খটককে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। যারা জমিয়ত নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।

বৈঠকে ইমরান খান বলেন, রাজনৈতিকভাবে সমাধানে আসার জন্য জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আলোচনায় বসতে কোনো সমস্যা নেই।

এদিকে ২৭ অক্টোবর আজাদী মার্চকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম। ইতিমধ্যে পেশোয়ারে কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়ে মহড়ও দিয়েছে দলটি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে