দুর্নীতির মামলায় যথাযথ তদন্তে জোর দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুদকের মামলায় শাস্তির হার বর্তমানে প্রায় ৭০ শতাংশ। এটি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
আজ রোববার ঢাকায় কমিশনের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সপ্তাহব্যাপী এ কর্মশালায় দুদকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
দুদকের বড় সমস্যা সক্ষমতার অভাব, জনবলও কম উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, আমাদের তদন্তের দুর্বলতার কারণে অনেক সমস্যা হয়। তদন্ত যদি ঠিক মত না হয়, আদালতে প্রমান না করতে পারেন; তাহলে আদালত অপরাধীকে সাজা দিতে পারে না।
তিনি বলেন, আমরা যদি শুধু দুদক নিয়ে থাকি, বাহিরের পৃথিবীতে কি হয় সেটা না জানি তাহলে অপরাধীদের সঙ্গে পারা যাবে না। তাই তথ্য প্রযুক্তির যুগে সবসময় আপডেট থাকতে হবে।
পুলিশ ছাড়া দুদকের কাজ করা সম্ভব নয় মন্তব্য করে দুদুক চেয়ারম্যান তরুণ অফিসারদের উদ্যেশ্যে বলেন, সমালোচনাকে ভয় পাবেন না, কাজ করলে সমালোচনা হবে। ভালো কাজ দিয়ে সমালোচনাকে জয় করতে হবে। আপনাদের সামনে ভবিষ্যত রয়েছে।
- ‘নাগরিকরা ভোট দিতে পারুক না পারুক সেটা বিষয় নয়’
- নির্বাচন নিয়ে সত্য কথা বলার জন্য মেননকে ড. কামালের ধন্যবাদ
তিনি বলেন, আমরা ব্যক্তি দেখে পদোন্নতি দেই না, দেখি তার কাজ। পুলিশ ছাড়া দুদকের কাজ করা সম্ভব না। এই প্রশিক্ষণ থেকে আপনারা কিছু না কিছু শিখবেন এটা আমার প্রত্যাশা। একটি দেশ থেকে কখনও দুর্নীতি চিরতরে দূর করা যাবে না। দুর্নীতি আছে, দুর্নীতি থাকবে, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে।