জাতীয় কংগ্রেসকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে গণভবনে গেছেন যুবলীগের শীর্ষ নেতারা। তবে সেখানে ঢুকতে পারেননি সংগঠনটির প্রভাবশালী নেতা প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ।
আজ রোববার বিকালে সপ্তম জাতীয় কংগ্রেস আয়োজন উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে যুবলীগ নেতাদের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে যুবলীগের যেসব নেতা উপস্থিত থাকবেন তাদের নামের তালিকা সংগঠনের পক্ষ থেকে গণভবনে পাঠানো হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যাদের নাম তালিকায় ছিল তাদের মধ্যেও কয়েকজনকে গণভবনে ঢুকতে দেয়া হয়নি। এদের মধ্যে রয়েছেন শেখ ফজলুর রহমান মারুফও।
শেখ ফজলুর রহমান মারুফ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের আপন ছোট ভাই।
আগামী কংগ্রেসে শীর্ষ পদে যাদের আসার সম্ভবনা আছে তাদের মধ্যে শেখ মারুফের নামও গণমাধ্যমে এসেছে।
- ‘নাগরিকরা ভোট দিতে পারুক না পারুক সেটা বিষয় নয়’
- এরদোগানের মন্তব্যের প্রতিক্রিয়ায় মোদির তুরস্ক সফর বাতিল
সমালোচনার মুখে থাকা যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিষয়ে আগেই সিদ্ধান্ত তিনি গণভবনে যাচ্ছেন না। তিনিসহ চারজনের গণভবনে প্রবেশে রয়েছে অঘোষিত নিষেধাজ্ঞা।
ওমর ফারুক চৌধুরী ছাড়া বাকিরা হলেন-প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওন, আতিয়ার রহমান দিপু ও শেখ ফজলুর রহমান মারুফ।