ঢাবি ‘ক’ ইউনিটের ফলাফল স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল স্থগিত করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় এবং নোটিশের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করা হয়।

ফলাফল স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।

universel cardiac hospital

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ‘ক’ ইউনিটের ফল এক মাস পর আজ প্রকাশিত হলে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করা যায়। অবশেষে অসঙ্গতির প্রমাণ পাওয়ার পর ফলাফল স্থগিত করে বিশ্ববিদ্যালয়।

আজকের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, পাসের হার ছিল ১৩.০৫ শতাংশ। অকৃতকার্য ৮৬.৯৫ শতাংশ।

পরীক্ষায় এক হাজার ৭৯৫ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৯৯৬। পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৮৭৯।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে