যুবলীগের নতুন কমিটি গঠনে বয়সসীমা ৫৫

মত ও পথ প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী যুবলীগ
ফাইল ছবি

সপ্তম জাতীয় কংগ্রেসে যুবলীগের নতুন কমিটি গঠনে বয়সসীমা ৫৫ নির্ধারণ করা হয়েছে। আজ রোববার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুবলীগ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

universel cardiac hospital

এর আগে বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন যুবলীগ নেতারা। তবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন না ওমর ফারুক চৌধুরী। এছাড়া সংগঠনটির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওনকেও বৈঠকে দেখা যায়নি।

যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে যুবলীগের জ্যেষ্ঠ নেতারা গণভবনে যান।

সম্প্রতি যুবলীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। ক্যাসিনাকাণ্ডে যুবলীগের সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নামও উঠে আসে।

এরপর শুদ্ধি অভিযানের মতো বড় ধাক্কার পর কেমন হবে যুবলীগের কমিটি- সেই আলোচনা এখন সর্বত্র।

যুবলীগের সম্মেলনের আগে আলোচনায় আসে বয়সসীমা বেঁধে দেয়ার বিষয়টি। কারণ এই বয়সসীমার ওপর নির্ভর করবে আগামী কমিটিতে কারা নেতৃত্ব দেবেন।

এরমধ্যে আজকের বৈঠকে বয়স নির্ধারণ চূড়ান্ত করা হলো।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে