ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার দুপুরে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে এক প্লাটুন বিজিবি বোরহানউদ্দিনে পাঠানো হয়েছে। এ ছাড়া তিন প্লাটুন বিজিবি যাচ্ছে সড়কপথে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মুসল্লিদের একটি সমাবেশে পুলিশ ও জনতার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ দুই শতাধিক আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন সদর ঈদগাহ জামে মসজিদ মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহফুজুর রহমান পাটোয়ারী (২৩), মিজান (৩০), মাহবুর রহমান (৩০) ও শাহিন (২৫)। নিহতদের বাড়ি একই এলাকায়। নিহত মাহফুজ বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মিরাজ পাটোয়ারীর ভাই।
- আরও পড়ুন >> মন্ত্রী হলে কি মেনন এ কথা বলতেন: ওবায়দুল কাদের
বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক মোহাইমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।