যুবলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক চয়ন সদস্য সচিব হারুন

মত ও পথ প্রতিবেদক

আহ্বায়ক চয়ন ইসলাম ও সদস্য সচিব হারুন অর রশিদ
আহ্বায়ক চয়ন ইসলাম ও সদস্য সচিব হারুন অর রশিদ। ফাইল ছবি

যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস উপলক্ষে প্রস্তুতি কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বর্তমান প্রেডিসিয়াম সদস্য চয়ন ইসলাম ও সদস্য সচিব করা হয়েছে বর্তমান সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে।

যুবলীগের ৭ম কংগ্রেস সামনে রেখে শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে নেতা হওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে বয়সসীমা। বর্তমান চেয়ারম্যানকে অব্যাহতি দেয়া হলেও থাকছে না কোনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের সভাপতি যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। তিনি আগামী জাতীয় কংগ্রেস নিয়ে নির্দেশনা দিয়েছেন। বয়স সীমা ৫৫ বছর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে সদস্য সচিব ও কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। এই কমিটি সম্মেলনের প্রস্তুতি নেবে।

তাহলে কী চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা হয়নি। তবে চেয়ারম্যানকে অব্যাহতি দেয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের সবাইকে অব্যাহতি দিতে নেত্রীর নির্দেশ রয়েছে।

চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে কে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এখন সম্মেলন প্রস্তুতি কমিটি সব করবে। ২৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের কংগ্রেস হবে।

ফজলে নূর তাপসকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, আমি যা বলেছি- সেটাই কথা। এখন সব সম্মেলনকেন্দ্রিক। এর বাইরে কিছু নেই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে