রাঁচি টেস্ট : ইনিংস ব্যবধানে হারের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা!

ক্রীড়া প্রতিবেদক

ভালো অবস্থানে ভারত
ছবি : সংগৃহিত

আরও একটি ইনিংস হার বলতে গেলে নিশ্চিত। অতিনাটকীয় কিছু না হলে রাঁচি টেস্ট বাঁচানোর কোনোই সম্ভাবনা নেই দক্ষিণ আফ্রিকার।

ভারতের বিপক্ষে ইনিংস পরাজয় এড়াতে হলে তাদের করতে হবে আরও ২০৩ রান, হাতে মাত্র ২ উইকেট। বাকি আছে আরও দুই দিন।

universel cardiac hospital

যেহেতু আরও দুই দিনের খেলা বাকি, তাই উইকেটে টিকে থাকারও উপায় নেই দক্ষিণ আফ্রিকার। ভারতকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠাতে হলে আরও ২০৩ রান করে তারপর টার্গেট দিতে হবে। প্রোটিয়াদের সামনে তাই বলতে গেলে হার ছাড়া কোনো পথই খোলা নেই।

সান্ত্বনা কেবল একটিই, তিনদিনেই টেস্টটা হারতে পারতো দক্ষিণ আফ্রিকা। সেটা চতুর্থ দিনে টেনে নিতে পেরেছে তারা। ৮ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারির দল।

উইকেটে আছেন থিউনিস ডি ব্রুইন আর এনরিচ নর্টজে। ব্রুইন ৩০ আর নর্টজে ৫ রান নিয়ে চতুর্থ দিনে দলকে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বাঁচানোর মিশন নিয়ে খেলতে নামবেন।

তবে সেটা হলেও পরাজয় তো নিশ্চিতই দক্ষিণ আফ্রিকার। সেক্ষেত্রে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েই টেস্ট সিরিজ শেষ করবে ফাফ ডু প্লেসিসের দল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে