উপাচার্যের অপসারণের দাবিতে জাবির রেজিস্টার ভবন অবরোধ

ক্যাম্পাস প্রতিনিধি

জাবির রেজিস্টার ভবন অবরোধ।
জাবির রেজিস্টার ভবন অবরোধ। ছবি: সংগৃহিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)উপাচার্যের অপসারণ দাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা অসহযোগ কর্মসূচি শুরু করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নতুন ও পুরনো দুটি রেজিস্টার ভবনই অবরোধ করে রেখেছেন তারা। এতে প্রশাসনিক ভবনে কোনো কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারেননি। থেমে আছে সব ধরনের দাফতরিক কার্যক্রম।

universel cardiac hospital

সকাল সাড়ে ৯টার দিকে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ অফিসে ঢুকতে চাইলে আন্দোলনকারীদের বাধার মুখে প্রবেশ করতে না পেরে ফিরে যান।

আন্দোলনকারী জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের কর্মসূচির অংশ হিসেবে উপাচার্যসহ কাউকে কোনো দাফতরিক কাজ করতে দেব না।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, উপাচার্য যদি অফিসে প্রবেশ করেন, তবে তাকে সেখানেই অবরুদ্ধ করা হবে। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম অপসারণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এর আগে উপাচার্যের অপসারণ দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে