পংকজকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

মত ও পথ প্রতিবেদক

পংকজ দেবনাথ
পংকজ দেবনাথ। ফাইল ছবি

ক্যাসিনোকাণ্ডে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা আবু কাওছারকে অব্যাহতি দেয়ার পর এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সফরে আজারবাইজান যাওয়ার আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে এ নির্দেশ দেন। আওয়ামী লীগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

universel cardiac hospital

ওই সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই আওয়ামী লীগের একজন শীর্ষপর্যায়ের নেতা তাকে ফোন করে জানিয়ে দিয়েছেন।

তবে এমন কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন পংকজ দেবনাথ।

প্রসঙ্গত, আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের এ সহযোগী সংগঠনের ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনে সভাপতি বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছিলেন পংকজ দেবনাথ।

২০১২ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও সাধারণ সম্পাদক নির্বাচিত হন পংকজ। এই সম্মেলনে সভাপতি হন মোল্লা আবু কাওছার। যাকে ইতিমধ্যেই ক্যাসিনোকাণ্ডে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে