‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবশ্যই সংস্কার আনতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

এরদোগান
এরদোগান। ফাইল ছবি

‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবশ্যই সংস্কার আনতে হবে। সেখানে কেবল পাঁচ স্থায়ী সদস্যের ইচ্ছারই প্রতিফলন ঘটছে।’-বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৪তম বার্ষিকী উপলক্ষ্যে এই বার্তাটিই সামনে নিয়ে আসতে চাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট।

universel cardiac hospital

নিজের বার্তায় তিনি বলেন, জাতিসংঘকে অবশ্যই আরও স্বচ্ছ, কার্যকর, দক্ষ, স্পষ্ট ও অবাধ হতে হবে।

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর করা হয়েছে। এ দিনটিকে জাতিসংঘ দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।

দিনটিতে সরকারি ছুট পালন করতে সদস্য দেশগুলোকে সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে সব দেশরই প্রতিনিধিত্ব সমানভাবে জোরদার করতে হবে বলেও দাবি করেন এরদোগান।

তিনি বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় তুরস্ক শান্তিরক্ষী অভিযান, সন্ত্রাসবিরোধী, মানবিক ও উন্নয়ন সহায়তাসহ বিভিন্ন তৎপরতায় অংশ নিয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে ইস্তানবুলকে জাতিসংঘের কেন্দ্রে নিয়ে যাওয়া।

জাতিসংঘের বিভিন্ন সংস্থার একটি আঞ্চলিক কেন্দ্র ইস্তানবুল জানিয়ে তুর্কি নেতা বলেন, সে অনুসারে যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এছাড়া জাতিসংঘের অধীন শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করা চেষ্টা করা প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে