এসেক্সে ৩৯ ব্যক্তির মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতদের ‘কঠোর শাস্তি’ দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে চীন। লন্ডনের কাছে একটি লরি থেকে ঐ মৃতদেহগুলো উদ্ধার করা হয়, যাদের মধ্যে বেশ কয়েকজন চীনা নাগরিক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঐ লরি চালককে জিজ্ঞাসাবাদ করেছে ব্রিটিশ পুলিশ এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর রয়টার্সের।
নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, পুলিশ এখনো মৃত ব্যক্তিদের নাগরিকত্ব নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, ‘আমরা আশাকরি ব্রিটিশ পক্ষ যত দ্রুত সম্ভব ভুক্তভোগীদের পরিচয় নিশ্চিত ও যাচাই করবে, কী হয়েছে তার ব্যাখ্যা দিবে এবং যেসব অপরাধী এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি দিতে পারবে।’
এদিকে চীনের সরকার সমর্থিত সংবাদপত্র গ্লোবাল টাইমসে শুক্রবার প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়, যুক্তরাজ্য ও অন্য ইউরোপীয় দেশগুলোকে ৩৯ লাশের ব্যাপারে অবশ্যই কিছু দায়িত্ব নিতে হবে।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে যুক্তরাজ্যের লন্ডনের মধ্যাঞ্চল থেকে ২০ মাইল দূরে এসেক্সের গ্রেস শহরের শিল্প এলাকায় একটি লরির কনটেইনার থেকে ৩৯টি লাশ উদ্ধার করে যুক্তরাজ্যের পুলিশ।
এ ঘটনায় লরির চালককে গ্রেফতার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঐ লরি চালককে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে কি-না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।
এদিকে উদ্ধারকৃত মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এসেক্সের পুলিশবাহিনী জানিয়েছে, তারা প্রাথমিকভাবে নিহত লোকজনকে শনাক্ত করার বিষয়টি প্রাধান্য দিচ্ছে। এজন্য তারা অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে।