ধানমণ্ডিতে আবাসিক ভবনে লাগা আগুনে বৃদ্ধার মৃত্যু

মহানগর প্রতিবেদক

বৃদ্ধার মৃত্যু
ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমণ্ডি ৬ এ একটি বহুতল আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি ধোঁয়ায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের নামপরিচয় বলতে পারেননি তিনি।

universel cardiac hospital

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মৃত ওই নারীর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আগুনের ঘটনায় আহত সাহিদা নামে ১২ বছরের এক শিশুকে হাসপাতালে ভর্তি রয়েছে।

আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তিরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন জানান,  , ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় অসুস্থ দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে