ঢাকা দক্ষিণের ২১ কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ

মত ও পথ প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ফাইল ছবি

তিনটির বেশি সভায় অনুপস্থিত থাকার কারণে ১৯ জন কাউন্সিলর এবং দুজন সংরক্ষিত আসনের কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

গত ২৩ অক্টোবর ডিএসসিসি সচিব স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ দেয়া হয় বলে আজ রবিবার গণমাধ্যমকে জানান গণসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

আগামী ৭ কার্যদিবসের মধ্যে কাউন্সিলরদের চিঠির জবাব দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

এর আগে একই কারণে করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদকে শোকজ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কাউন্সিলরের জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাকে জনপ্রতিনিধির পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) টানা তিন সাধারণ সভায় অনুপস্থিত থাকায় ১৪ কাউন্সিলরকে কারণ দর্শাতে বলা হয়েছে।

২০০৯ সালের সিটি করপোরেশন আইনে বলা হয়েছে, যুক্তিসঙ্গত কারণ ছাড়া সিটি করপোরেশনের পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে মেয়র ও কাউন্সিলরকে অপসারণ করা যাবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে