নারায়ণগঞ্জে লাঠিচার্জ করে যুবদলের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বের করা মিছিল পণ্ড করেছে পুলিশ। এ সময় পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। এতে জেলা যুবদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
আজ রোববার সকাল ১০টায় যুবদলের ৪১তম জন্মবার্ষিক উপলক্ষে নগরের চাষাড়া এবং জিমখানা এলাকায় আলাদা দুটি শোভাযাত্রা বের করা হলে এ ঘটনা ঘটে।
মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার জানান, বেলা ১১টার দিকে জিমখানা এলাকায় জেলা যুবদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় যুবদলের প্রায় ১৫ নেতাকর্মী আহত হন।
এদিকে চাষাড়ায় মহানগর যুবদলের শোভাযাত্রার ব্যানার ছিনিয়ে নিয়ে মিছিল পণ্ড করে দেয় পুলিশ।
সদর ওসি আসাদুজ্জামান জানান, চাষাড়া ও জিমখানা এলাকায় জেলা যুবদলের মিছিল বের করে। এ সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তাদের মিছিল করতে দেয়া হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।