আগুনে পুড়লো জাপানের ৫০০ বছরের পুরনো শুরি প্রাসাদ

আন্তর্জাতিক ডেস্ক

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা জাপানের শুরি প্রাসাদে
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা জাপানের শুরি প্রাসাদে

আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে পাঁচশ বছরের পুরনো ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা জাপানের শুরি প্রাসাদের মূল কাঠামো।

বৃহস্পতিবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের দ্বীপ ওকিনাওয়ার রাজধানী নাহার একটি পাহাড়ের অবস্থিত প্রাসাদটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ওকিনাওয়া পুলিশের মুখপাত্র রিও কোচি বলেন, এখনো আগুন লাগার কারণ বের করা যায়নি। ভোররাত থেকেই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছেন। এ পর্যন্ত কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি।

রুকিউ রাজবংশের আমলে কাঠের এই প্রাসাদটি তৈরি করা হয়। ১৯৩৩ সালে জাপানের জাতীয় সম্পদের মর্যাদা পায় এই প্রাসাদ। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বীপটিতে লড়াই চলাকালে প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর বর্তমান স্থাপনাটি পুনর্নির্মাণ করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে