ইংলিশ ফুটবল লিগে এক ম্যাচে ১৯ গোল!

ক্রীড়া ডেস্ক

লিভারপুল-আর্সেনালে

ইংলিশ ফুটবল লিগের এক ম্যাচে লিভারপুল আর আর্সেনালের খেলোয়াড়েরা যেন গোলের পসরা সাজিয়ে বসেছিল। স্কোরলাইনে একবার লিভারপুল এগিয়ে থাকে তো খানিক বাদেই আবার এগিয়ে যায় আর্সেনাল। এমন ম্যাচটিই আবার শেষ হলো কোনো ফলাফল না হয়েই! অর্থাৎদুই দলের স্কোরই সমান; ৫-৫।

শেষপর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। অবশ্য টাইব্রেকারে লিভারপুলের সঙ্গে পেরে ওঠেনি আর্সেনাল। ৫-৪ গোলে এগিয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

universel cardiac hospital

অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই নাটকের শুরু। ম্যাচের ষষ্ঠ মিনিটে লিভারপুল এগিয়ে যায় মুস্তাফির এক আত্মঘাতী গোলে। কিছুক্ষণ পরই তোরেইরার গোলে সমতায় ফেরে অতিথিরা। এরপর গোল ব্যবধানে এগিয়ে যেতেও খুব বেশি দেরি করেনি আর্সেনাল। ম্যাচের ২৬ মিনিটে মার্টিনেলির গোলে এগিয়ে যায় উনাই এমেরির শিষ্যরা। এই গ্যাব্রিয়েল মার্টিনেলি দশ মিনিট পর স্বাগতিকদের বুকে আবারও ছুরি চালান।

৩-১ গোলে পিছিয়ে থেকে লিভারপুল তখন গোল পরিশোধে মরিয়া। একের পর এক আক্রমণে আর্সেনাল যখন দিশেহার তখন পেনাল্টি থেকে গোল ব্যবধান কমান জেমস মিলনার। ডি বক্সের ভেতর লিভারপুলের খেলোয়াড়কে ফাউল করেন মার্টিনেলি। রেফারিও পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। মিলনারের শট খুঁজে নেয় প্রতিপক্ষের জাল।

দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে ক্লপ শিষ্যদের প্রদীপ ধুপ করে নিভে যায় ৫৪ মিনিটে নিলসের গোলে। এরপর অবশ্য বসে থাকেনি লিভারপুল। ৫৮তম মিনিটে চ্যাম্বার্লিন আর ৬২ মিনিটে অরিগির গোলে খানিকটা হলেও হাঁফ ছেড়ে বাঁচে স্বাগতিক সমর্থকেরা। কিছুক্ষণ পর উইললকের গোল ম্যাচে আরও একবার নাটক তৈরি করে। হারতে বসা লিভারপুলকে উদ্ধার করেন অরিগি। ম্যাচের যোগ হওয়া সময়ে তাঁর গোলেই ৫-৫-এ সমতায় ফেরে সালাহ-মানেবিহীন লিভারপুল।

আর্সেনালের হয়ে ড্যানি সেবাল্লোস পেনাল্টি শট মিস করলে টাইব্রেকারে ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এ জয়ের সুবাদে ইংলিশ ফুটবল লিগ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লিভারপুল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে