পেঁয়াজের দাম ‘শক অব দি কান্ট্রি’: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক

রিজভীর সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

গত একবছরে পেঁয়াজের দাম বাংলাদেশে ২০০ ভাগ বেড়েছে এমন দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পেঁয়াজের দাম এখন শক অব দি কান্ট্রি। সরকারের সিন্ডিকেটের কারণেই পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি কারাবন্দি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক ও চিকিৎসকদের বক্তব্য নিয়েও কথা বলেন রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহে খালেদা জিয়ার অসুস্থতা ও তার চিকিৎসা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ও চিকিৎসকরা ডাহা মিথ্যাচারের খেলায় মেতে উঠেছেন।

নির্ধারিত সময়ে খালেদা জিয়া চিকিৎসকদের সময় দেন না- হাসপাতাল পরিচালকের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, খালেদা জিয়া প্রতিদিন সকালের দিকেই রেডি হয়ে যান ইনসুলিন নিতে, চিকিৎসা নিতে। তিনি চিকিৎসকদের অপেক্ষায় বসে থাকেন, কিন্তু চিকিৎসকরা দুপুর ১২টা থেকে ১টার আগে তার কেবিনে আসেন না। আমি পরিচালক সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে বলছি- বিকাল ৪টা পর্যন্ত কবে কোন কোন ডাক্তার দেশনেত্রীর চিকিৎসার জন্য অপেক্ষা করেছেন, তাদের নাম জনগণকে বলুন।

তিনি আরও বলেন, জেলখানায় সঠিক চিকিৎসা না পাওয়ায় এবং স্বাভাবিক পরিবেশ না থাকায় বেগম জিয়ার এসব রোগ সংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। এক দুর্বিষহ অসুস্থতার মধ্যে দেশনেত্রী দিনযাপন করছেন। তার কোনো চিকিৎসাই হচ্ছে না। পরিচালক প্রেস কনফারেন্স করে প্রমাণ করলেন যে, বেগম জিয়া অসুস্থ। পরিচালকের বক্তব্যে মনে হয়েছে, সেখানে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না।

এ সময় তিনি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দেয়ারও সমালোচনা করেন।

রিজভী বলেন, এটা একটা নজিরবিহীন ঘটনা। বিচারকের এই রায় পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিচারক সাজা দেয়ার জন্য অধিক উৎসাহিত হয়ে দ্রুত বিচারকার্য শেষ করেছেন। শুধুমাত্র রাজনৈতিক কারণেই তাকে সাজা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে