উত্তর কোরিয়াকে কোনো কিছুই থামাতে পারছে না। একের পর এক শক্তির প্রদর্শন করেই চলেছে দেশটি। নিজেদের অস্ত্রাগার থেকে এক এক করে অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়া ফের দুটি অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এই তথ্য দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনাবাহিনী আলাদা আলাদা করে বিবৃতিতে জানায়।
জাপান ও দক্ষিণ কোরিয়ার তথ্য অনুসারে, উত্তর কোরিয়ার দক্ষিণ ফেয়িংনান প্রদেশ থেকে বৃহস্পতিবার দুটি মিসাইল ছাড়া হয়েছে। এ দুটি মিসাইল জাপান সাগরে গিয়ে পড়ে। জাপানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুটি মিসাইল জাপানের ভূমি থেকে তিনশ ৭০ কিলোমিটার দূরে সমুদ্র এলাকায় পড়েছে। তবে সমুদ্রের এ অঞ্চল জাপানের নিয়ন্ত্রণাধীন এলাকা নয়।
মিসাইল যে এলাকায় পড়েছে সেখান থেকে এক হাজার একশ ২৭ কিলোমিটার দূরে মার্কিন বিমান বাহিনীর একটি ঘাঁটি রয়েছে।
চলতি বছরে এই নিয়ে ১২ বারের মতো মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এর আগে এই মাসের শুরুতেই উত্তর কোরিয়া নতুন ধরনের এক অত্যাধুনিক মিসাইল পরীক্ষা চালায়, যা সাবমেরিন থেকে ছোড়া সম্ভব। ওই মিসাইলটি পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম।
সূত্র: ইউএসটুডে।