সিলিন্ডার বিস্ফোরণ: বেলুন বিক্রেতার বিরুদ্ধে প্রতিবেদন ১ ডিসেম্বর

মত ও পথ প্রতিবেদক

বেলুন বিক্রেতা আবু সাঈদ
বেলুন বিক্রেতা আবু সাঈদ। ছবি: সংগৃহীত

মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার মামলার এজাহার গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন প্রতিবেদন দাখিলের এ আদেশ দেন।

এদিন মামলার একমাত্র আসামি বেলুন বিক্রেতা আবু সাঈদ (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে আদালতকে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আসামি সুস্থ হলে তাকে হাজির করার নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ৩০ অক্টোবর বিকালে রূপনগর ১১ নম্বর সড়কে বেলুনে গ্যাস ভরছিলেন বিক্রেতা আবু সাঈদ। ওই সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়।

পরে হাসপাতালে নেয়ার পর আরও তিন শিশু মারা যায়। আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ৩০ অক্টোবর রাতেই রূপনগর থানার এসআই সুমন বণিক বাদী হয়ে বেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলাটি করেন। একই থানার পুলিশ পরিদর্শক দীপক কুমার দাস মামলাটি তদন্ত করছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে