ঘুষ খাওয়া আর তদবির সমান অপরাধ : ইকবাল মাহমুদ

মত ও পথ প্রতিবেদক

দুদক
ফাইল ছবি

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ শিক্ষকদের বদলি ও নিয়োগ প্রসঙ্গে বলেছেন, ঘুষ খাওয়া আর তদবির সমান অপরাধ। এ সময় প্রাথমিক শিক্ষায় শিশুদের দুর্নীতির বিরুদ্ধে উপদেশ ও শিক্ষা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান এ কথা বলেন।

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নেরর লক্ষ্যে বিশেষ সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক।

তদবিরবাজদের সতর্ক করে দুদক চেয়ারম্যান বলেন, ‘ঘুষ খাওয়া আর তদবির সমান অপরাধ। অনিয়ম একটা দুর্নীতি। তাই শিক্ষক বদলি বা নিয়োগ নিয়ে তদবির করবেন না। যদি করেন তাহলে হাতকড়া পরতে হবে।’

তিনি বলেন, প্রাথমিকে নৈতিকতার শিক্ষা দিতে না পারলে জাতি ধ্বংস হয়ে যাবে। প্রাথমিক শিক্ষায় শিশুদের মনে দুর্নীতির বিরুদ্ধে উপদেশ ও শিক্ষা দিতে হবে। প্রাথমিকে যারা সুশিক্ষা পেয়েছে, তারা বড় হয়ে দুর্নীতিতে জড়ায় না।

নির্বাচনের কাজ ছাড়া অন্য কোনো কাজে প্রাথমিক শিক্ষকদের না জড়ানোর বিষয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে