পাপনের জুয়া খেলা প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

পাপনের জুয়া খেলা প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিব ইস্যু ও ক্যাসিনো অভিযান ইস্যুতে যখন ক্রিকেট ও রাজনীতির মাঠ গরম, তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি ভিডিও।

ভিডিওতে দেখা গেছে, বিসিবি সভাপতি জাঁকজমকপূর্ণ সিঙ্গাপুরের একটি একটি ক্যাসিনোতে বসে জুয়া খেলছেন।

কয়েক সেকেন্ডের এই ভিডিও নিয়ে গতকাল থেকে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই ভিডিও সরকারেরও দৃষ্টি এড়ায়নি। এ ঘটনায় বিব্রত খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তবে সরাসরি কোনো মন্তব্য না করলেও পাপনের জুয়া খেলার বিষয়টিকে ‘নৈতিকতার অবক্ষয়’ হিসেবে দেখছেন তিনি।

গণমাধ্যমকে রাসেল বলেছেন, ‘বাংলাদেশে ক্যাসিনি একটি অপরাধ। সেহেতু যারা এ অপরাধ করছে তাদের আমরা শাস্তি দিচ্ছি। এমন অনেকের কথাই শুনেছি যে, বাইরে এসব করত। তবে আমি এখনও (ভিডিও) দেখিনি, শুনেছি। তাই এসব নিয়ে কিছু বলতে পারছি না। তবে সবাইকেই শাস্তি পাওয়া উচিত।’

এছাড়া সাকিব আল হাসানের শাস্তি কমানোর জন্য বিসিবির সঙ্গে একযোগে কাজ করছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

জুয়াড়ির প্রস্তাব ফিরিয়ে দিলেও আইসিসিকে না জানানোয় শাস্তি ভোগ করতে হবে অন্তত একবছর। শাস্তির বিরুদ্ধে তার আপিলের কোনো সুযোগ নেই। তারপরেও বিসিবি তাদের আইনজীবী প্যানেলকে সবকিছু পর্যালোচনার নির্দেশ দিয়েছে।

জাহিদ আহসান রাসেল বলেছেন, সাকিবকে দ্রুত মাঠে ফেরাতে সব ধরনের উদ্যোগ নিতে বিসিবিকে নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাকিবকে দ্রুত মাঠে দেখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে