ডেন্টালে ভর্তি পরীক্ষায় পাসের হার ৮৮.৫২ ভাগ

ক্যাম্পাস প্রতিবেদক

ডেন্টালে ভর্তি পরীক্ষায় পাসের হার ৮৮.৫২ ভাগ
ফাইল ছবি

পরীক্ষার একদিন পরই প্রকাশিত হলো ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষার ফলাফল। এতে পাস করেছে  ৮৮ দশমিক ৫২ ভাগ পরীক্ষার্থী।

আজ শনিবার দুপুরে ডেন্টালে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

universel cardiac hospital

১৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ডেন্টালে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

আগামী বছরের ৪ ফেব্রুয়ারি থেকে সরকারি ডেন্টাল কলেজে ক্লাস শুরু হবে বলে জানান মহাপরিচালক।

এ বছর ডেন্টালে ভর্তি পরীক্ষায় অংশ নেন ১৯ হাজার ৭৭৮ জন। এরমধ্যে পাস করেছে ১৭ হাজার ৫১৭ জন। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে নেয়া পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫০।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে প্রথমে সরকারি একটি ডেন্টাল কলেজ ও আটটি ডেন্টাল ইউনিটে ৫১৭টি সাধারণ আসন, মুক্তিযোদ্ধা কোটায় ১০টি আসন ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য পাঁচটি আসনসহ সর্বমোট ৫৩২টি আসনে ভর্তি করা হবে।

শুক্রবার ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৫ হাজার ১১৬ জন আবেদন করলেও অংশগ্রহণ করেন ১৯ হাজার ৭৮৮ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে